উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, মণিপুর, গোয়ার ক্ষমতা ধরে রাখবে বিজেপি, পাঞ্জাব হাতছাড়া হতে পারে কংগ্রেসের, ইঙ্গিত সমীক্ষার রিপোর্টে

আমাদের ভারত, ৪ সেপ্টেম্বর:
চেষ্টা করলেও উত্তরপ্রদেশে সফল হতে পারবে না বিরোধীরা। আবার দেশের সবচেয়ে জনবহুল রাজ্যে ক্ষমতায় ফিরবে বিজেপি। আসন সংখ্যা কমলেও পদ্মশিবিরের ক্ষমতা বজায় থাকবে উত্তরপ্রদেশে। হ্যাঁ এবিপি নিউজ সি ভোটারের জনমত সমীক্ষার রিপোর্ট এমনটাই বলেছে। তবে শুধু উত্তরপ্রদেশ নয়, উত্তরাখণ্ড মণিপুর, গোয়াও বিজেপি নিজের দখলে রাখতে সক্ষম হবে। সমীক্ষার ফলাফলে আরও একটি যে বড় ইঙ্গিত মিলেছে তা হল পাঞ্জাবও কংগ্রেসের হাত থেকে বেড়িয়ে যেতে পারে।

এবিপি নিউজ সি ভোটারের জনমত সমীক্ষা জানিয়েছে, আসন কমলেও উত্তরপ্রদেশের ২০২২_র এপ্রিল বিজেপি ক্ষমতায় ফিরতে পারে। সমীক্ষা অনুযায়ী বিজেপি ২৫৯ – ২৬৭ টি আসন পেতে পারে। এসপি ১০৯- ১১৭ টি আসন পেতে পারে, বিএসপি ১২-১৬ টি এবং কংগ্রেস মাত্র ৩-৭ আসনে জিততে পারে। অর্থাৎ ৪০৩ আসনের বিধানসভায় গতবারের তুলনায় প্রায় ৬০ টি আসন কমলেও বিজেপি দেশের বৃহত্তম জনবহুল রাজ্যের সরকার গড়তে পারে।

সমীক্ষার ফল সবসময় না মিললেও মানুষের মনোভাবের একটি প্রতিফলন পাওয়া যায়। ফলে এই সমীক্ষায় কংগ্রেসের চিন্তা বাড়িয়েছে। সমীক্ষার রিপোর্ট বলছে আগামী বছরের শুরুতে উত্তরাখন্ড, মণিপুর গোয়াতেও বিজেপি নিজের ক্ষমতা দখলে রাখতে সক্ষম হতে পারে। কংগ্রেস উত্তরাখন্ড, মণিপুরে ক্ষমতায় ফেরার আশা করছে সেটা হয়তো সফল নাও হতে পারে।‌ তার থেকেও তাদের কাছে চিন্তার বিষয় হলো এই সমীক্ষায় পাঞ্জাবে কংগ্রেস নিজের ক্ষমতা হারাতে পারে বলে জানানো হয়েছে। আকালি দল বিজেপি জোট ভেঙে গেছে। কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি পাঞ্জাব কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা দখল করতে পারে বলে সমীক্ষায় দাবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *