শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পরই খেজুরীতে বেশ কয়েকটি তৃণমূল পার্টি অফিসের দখল নিল বিজেপি

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৮ নভেম্বর: শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পরই উত্তপ্ত হয়ে উঠল খেজুরী। গতকাল বিকেলেই খেজুরীতে তৃণমূলের বেশ কয়েকটি দলীয় কার্যালয়ে ভাঙ্গচুর চালানো হয়। বিজেপির ছেলেরা ভাঙ্গচুর করেছে বলে অভিযোগ তৃণমূলের। সাথে সাথে বিজেপির পতাকা তুলে দেয় অফিসগুলোতে। যদিও বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে।

শুভেন্দু অধিকারী মন্ত্রীত্ব ছাড়ার পরে গতকাল সন্ধ্যা থেকে বেরিয়ে পড়ে মোটর সাইকেল বাহিনী। রাত পর্যন্ত এই বাহিনী খেজুরিতে বীরবন্দর গ্রাম পঞ্চায়েত এলাকার পাটনা, লালগোলা, পূর্ব আলাইচকে তৃণমূলের পার্টি অফিসে ভাঙ্গচুর চালায় ও পার্টি অফিস দখল করে নেয়। এরপর বিজেপির পতাকা টাঙিয়ে দেওয়া হয়। তৃণমূলের ছ’টি পার্টি অফিসে হামলা চালানো হয়েছে ও দখল করে বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে মিয়াঁমোড় এলাকায় অবরোধে নামে তৃণমূলের নেতা কর্মীরা। এলাকায় এনিয়ে উত্তেজনা রয়েছে। তৃণমূল কর্মীদের অভিযোগ, পুলিশে জানানো সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ করেনি।

বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তাপস কুমার দোলুই এই অভিযোগ অস্বীকার করে জানান, বিজেপি দখলদারের রাজনীতিতে বিশ্বাসী নয়। তিনি পাল্টা দাবি করে বলেন, ওটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব।

তৃণমূলের অভিযোগ, পুলিশ নিষ্ক্রিয় থাকার জন্য এই ঘটনা ঘটেছে। বেশ কিছুক্ষণ পথ অবরোধ থাকার পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ মুক্ত হলেও এলাকায় উত্তেজনা আছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here