
স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ নভেম্বর: আবারও বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। এবার বিজেপির নদিয়া দক্ষিণের মজদুর ট্রেড ইউনিয়নের সভাপতি বৈশালী দত্তকে লক্ষ্য করে বোমা ও গুলি চালানোর অভিযোগ উঠল বিজেপিরই কিছু কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যেয় ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটে।
সূত্রের খবর, বিজেপির মজদুর ট্রেড ইউনিয়নের নদিয়া দক্ষিণের সভাপতি বৈশালী দত্ত বৃহস্পতিবার বিকেলে চাকদহ থানার সিমুরালিতে একটি সভা করতে যাচ্ছিলেন। অভিযোগ, পথে রানাঘাট থানার কায়েত পাড়ার কাছে চা খাবার জন্য গাড়ি থেকে নামলে তার ওপর আক্রমণ চালানো হয়। বাইকে করে কিছু বিজেপি কর্মী এসে ওই নেত্রীকে লক্ষ্য করে বোমা ও গুলি চালায় বলে অভিযোগ। ভাঙ্গচুর করা হয় গাড়িও। ঘটনায় কোনওক্রমে প্রাণে বাঁচেন বৈশালী দেবী। পরে তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার পিছনে প্রদীপ মন্ডল নামে এক বিজেপি কর্মী ও তার অনুগামীদের হাত রয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।