তৃণমূল ভাইরাস তাড়াতে বিজেপি ভ্যাকসিন প্রস্তুত: দিলিপ ঘোষ

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৩ ডিসেম্বর: এবার তৃণমূলকে ভাইরাসের সঙ্গে তুলনা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলিপ ঘোষ। বুধবার দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার করঞ্জলিতে বিজেপির জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দিলিপ ঘোষ বলেন, “করোনার ভ্যাকসিন এখনো ঠিকমতো আবিস্কার হয়নি, ওষুধ আবিস্কার হবে হবে করছে, কিন্তু তৃণমূল ভাইরাসকে তাড়াতে ভ্যাকসিন তৈরি হয়েছে, সেটা হল বিজেপি।”

এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বার বার রাজ্য সরকারকে বিঁধতে থাকেন। তৃণমূল ভাইরাসের আক্রমণে এ রাজ্যে ১৩২ জন বিজেপি কর্মী মারা গিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও এক লক্ষেরও বেশি বিজেপি কর্মীদের উপর কেস দেওয়া হয়েছে। তাঁরা তৃণমূল ভাইরাসে আক্রান্ত। দিলীপ বাবু আরও বলেন, “দিদিমণি কাউকে কিছু দিতে পারেননি, শুধু কেস দিয়েছেন। বিজেপি কর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, যারা কেস দিচ্ছেন সেই তৃণমূল নেতা ও সেই পুলিশ অফিসারের নাম লাল ডাইরিতে লিখে রাখুন। সব হিসেব বুঝে নিতে হবে।”

এদিন দিলীপ ঘোষ আরও বলেন, বিজেপির উপরের হামলার সব হিসেব বিজেপি ক্ষমতায় এলে বুঝে নেবে। সুদে আসলে সমস্ত হিসেব বুঝে নেওয়ার হুমকি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন তৃণমূলের বদলা নয় বদল চাইয়ের শ্লোগানকে বিক্রিত করে দিলীপ ঘোষ বলেন, “এবার বদলও হবে বদলাও হবে। নিজের পকেটের পয়সায় আমরা পার্টি করি। আর দিদি মোদীজির পাঠানো টাকার কাটমানি খাচ্ছেন আর বিজেপি কর্মীদের মারছেন। সামনের বিধানসভা ভোটে সাধারণ মানুষ তার জবাব দেবেন বলেও জানান তিনি।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here