বিধানসভায় ‘জয় শ্রীরাম’ স্লোগান, বাজেট অধিবেশন থেকে ওয়াক আউট বিজেপির

রাজেন রায়, কলকাতা, ৫ ফেব্রুয়ারি: সাম্প্রতিক সময়ে মুখ্যমন্ত্রী যে কোনও মঞ্চে উঠলে জয় শ্রীরাম স্লোগানের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পর এবার বিধানসভায়ও মুখ্যমন্ত্রী বাজেট পেশ করতে উঠলে ফের উঠল জয় শ্রীরাম স্লোগান। বাজেট বক্তৃতা শুরু হতেই না হতেই বিজেপি বিধায়কদের হইহট্টগোলের জেরে বক্তৃতা থামিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। চেঁচামেচির মধ্যে বাজেটের মত গুরুত্বপূর্ণ বিষয় বিধানসভায় বক্তব্য পেশ সম্ভব নয় বলে উষ্মা প্রকাশ করেন তিনি। বেশ কিছুক্ষণ হইহট্টগোল চললেও পরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অধিবেশন কক্ষ ত্যাগ করে বাইরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।

আজ স্পিকার মুখ্যমন্ত্রীকে বাজেট বক্তৃতার অনুমতি দিতেই বিজেপির পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গার নেতৃত্বে ওয়েলে নেমে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। বারবার স্পিকারের হুঁশিয়ারি সত্ত্বেও থামেননি তাঁরা। কড়া পদক্ষেপের কথা বলে মনোজ টিগ্গাকে বারবার সতর্ক করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ঘটনায় মুখ্যমন্ত্রীর বাজেট বক্তৃতার তাল কাটে।

পরে ফের ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলে বাজেট অধিবেশন থেকে ওয়াক আউট করে বিজেপি বিধায়করা। পাল্টা ‘জয় বাংলা’ ধ্বনি দেন শাসক শিবিরের বিধায়করা। বিজেপি বিধায়করা কক্ষ ত্যাগ করলে ফের বলতে ওঠেন মুখ্যমন্ত্রী। বাজেট পড়ার আগে বলেন, ‘আমি নিজেই ৫টা রেল বাজেট পেশ করেছি। বাজেটে সময়ে কেউ কোনও কথা বলে না। বিজেপির এই সদস্যরা কিছু জানে না। বিতর্ক করুন, আলোচনায় অংশ নিন। তা না করে ৪-৫ জন মিলে এই করলে বোঝাই যাচ্ছে কী অবস্থা হবে।’

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here