১১ ফেব্রুয়ারি পুলিশের অনুমতি ছাড়াই বেহালায় মিছিল করবে বিজেপি, হুঙ্কার রাজু ব্যানার্জির

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৩১ জানুয়ারি: আগামী ১১ ফেব্রুয়ারি পুলিশের অনুমতি ছাড়াই বেহালায় সিএএর সমর্থনে মিছিল করবে বিজেপি। বেহালার শখের বাজারে থ্রি এ বাসস্ট্যান্ড থেকে বিজেপি মিছিল করবে। শুক্রবার কলকাতায় এইকথা জানান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি। তিনি বলেন, ১১ ফেব্রুয়ারি সিএএর সমর্থনে রাজ্যের প্রত্যেক জেলায় মিছিল করবে বিজেপি নেতারা। তবে মিছিল করার জন্য বিজেপি পুলিশের কাছে কোনও অনুমতি নেবে না। কারণ পুলিশের কাছ থেকে অনুমতি নেবার পরেও বিজেপি মিছিল করতে পারে না। তাই এবার বিজেপি মিছিল করার জন্য পুলিশকে জানাবে। তারপর বিজেপি তার পরিকল্পনা অনুযায়ী মিছিল মিটিং করবে। যদি মিছিলকে কেন্দ্র করে অশান্তি হয় তার দায় রাজ্য পুলিশকে নিতে হবে বলে জানান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক। বিজেপির পিছনে মানুষ আছে বলেই বিজেপি মিছিল করে।

অন্যদিকে মমতার পিছনে কোনও সাধারণ মানুষ নেই বলেও শাসক দলকে কটাক্ষ করেন রাজু ব্যানার্জি। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রীর পিছনে শুধু দেড় হাজার পুলিশ থাকে। তাই মমতার মিছিলে মনে হয় মানুষ থাকেন। আদতে তা নয় বলে তৃণমূলকে কটাক্ষ করেন রাজু ব্যানার্জি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here