
আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৬ মার্চ: পুরনির্বাচনে সিএএ আইনের ফসল তুলবে বিজেপি। বিরোধীরা যতোই চিৎকার করুক না কেন সিএএর পক্ষে মানুষের জনমত রয়েছে বলে মনে করেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি এতোটাই আশাবাদী যে আগামী পুর নির্বাচনে বিজেপি ভাল ফল করবে বলে জানান। শুক্রবার তিনি বারাসাতে উত্তর ২৪ পরগণায় সাংগঠনিক বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর, বারাসাত ও বসিরহাটের বিজেপি নেতাকর্মীরা।
এই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, বিরোধিরা যতোই সিএএর বিরোধিতা করুক না কেন এতে কোনও প্রভাব পড়বে না। কারণ এই আইনে কারও নাগরিকত্ব যাচ্ছে না। মানুষ বুঝে গিয়েছে এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন। তাই বিরোধিরা যতোই চিৎকার, দাঙ্গা হাঙ্গামা করুক না কেন মানুষ বিজেপির পাশে রয়েছে। তিনি বলেন, আগামী পৌরসভা নির্বাচনে বোঝা যাবে এই আইনের যথেষ্ট প্রভাব পড়বে পুরভোটে এবং মানুষ নাগরিকত্ব সংশোধন আইন মেনে নিয়ে বিজেপিকে ভোট দেবেন। এদিন তিনি রাজ্যের পুলিশ ব্যবস্থা নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, পুলিশ বিরোধিদের ধরপাকড় করছে। অথচ শাসক দলের অন্যায় অভিযোগের ক্ষেত্রে তাঁরা চুপ থাকছে। শাসকদলের কর্মীদের জন্য কোনও আইন মানার প্রয়োজন নেই। আইন শুধুমাত্র বিরোধিদের জন্য। গোটা রাজ্য জুড়ে চলছে এই পুলিশি রাজ। পুরভোট নিয়েও সংশয় প্রকাশ করেন মুকুল রায়। তিনি বলেন, রাজ্য সরকার বা নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করেননি। তাই আদৌও পুরভোট কবে হবে তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।