ক্যাবের সমর্থনে ২৩ ও ২৪শে ডিসেম্বর রাজ্যে অভিনন্দন মিছিল করবে বিজেপি

নীল বনিক, আমাদের ভারত, ১৫ ডিসেম্বর: নাগরিকত্ত্ব সংশোধনী আইন ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সরব বাম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সকলেই। এই ইস্যুতে সমস্ত রাজনৈতিক দলের বিজেপির বিরুদ্ধে আক্রমণের পাল্টা জবাব দিতে এবার পাল্টা কর্মসূচি নিল বিজেপি।

নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর অভিনন্দন মিছিল বার করার সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি। আগামী ২৩শে ডিসেম্বর কলকাতায় অভিনন্দন মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন মুরলীধর সেন লেনের ম্যানেজাররা। পাশাপাশি আগামী ২৪শে ডিসেম্বর উত্তরবঙ্গের ছটি জেলাকে নিয়ে শিলিগুড়ি বা জলপাইগুড়িতে এই যাত্রা বার করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। ২৩ ডিসেম্বর কলকাতার কর্মসূচি নিয়ে এখনও কোনও নির্দিষ্ট করে রুট ঠিক হয়নি। দলীয় সূত্রের খবর, সোমবার ফের কলকাতার অভিনন্দন মিছিলের রুট ম্যাপ ঠিক করতে বৈঠকে বসবেন রাজ্য বিজেপির নেতৃত্ব।

প্রসঙ্গত, ক্যাব ইস্যু নিয়ে বিরোধীদের আক্রমণ করে ভোঁতা করতে রাজ্য বিজেপি দফতরে রবিবার বৈঠকে বসেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সংগঠন সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, উত্তর কলকাতার প্রমুখ সব্যসাচি দত্ত, অর্জুন সিং এবং সৌমিত্র খাঁর মতো সাংসদরা। তাদেরও নিজেদের এলাকাতে ক্যাবের সমর্থনে টানা প্রচার কর্মসূচি নেওয়ার কথা বলেছেন বিজেপির রাজ্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *