দুই তৃতীয়াংশ আসন নিয়েই বিধানসভার ক্ষমতা দখল করবে বিজেপি, মমতাকে চ্যালেঞ্জ অমিত শাহর

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১ মার্চ:
দুই তৃতীয়াংশ আসন নিয়েই বিজেপি এরাজ্যে ক্ষমতা আসবে। শহিদ মিনারে খোলাখুলি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাতে ২০২১ সালে বিজেপি সরকার গড়বে। তারপরেই বাংলাকে সোনার বাংলা তৈরি করবে নরেন্দ্র মোদীর সরকার। এরপরেই বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে বিজেপির চিন্তভাবনা শহিদ মিনারে জানালো অমিত শাহ। তিনি বলেন, এখানকার ভূমিপূত্রই মুখ্যমন্ত্রী হবেন। দল যে কাউকে চাপিয়ে দেবে না, তা পরিস্কার করেন বিজেপির প্রাক্তন সহসভাপতি। এমনকি মুখ্যমন্ত্রীর পদ নিয়ে পরিবারতন্ত্রও চলবে না বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুকৌশলে খোঁচা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, পরিবারতন্ত্রের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় একজনকে বসাতে চাইছে। পরিবারতন্ত্র নিয়ে অমিত শাহের এমন বক্তব্যের পরেই দর্শক আসনে হাততালির ঝড় ওঠে। মঞ্চ থেকেই মুকুল রায়রা অমিত শাহের দিকে তাকিয়ে হাততালি দিতে শুরু করেন। তৃণমূলকে এরপরেই চড়া ভাবে আক্রমন করে তিনি বলেন, বাংলায় দলের ১৮ জন সাংসদ আছে আমাদের। দলের এই ১৮ জন সাংসদ চুপ করে বসে থাকবে না। আপনি যত হিংসা ছড়াবেন বিজেপি তত বাড়বে। লোকসভা ভোটের সময় বাংলায় দলের ৪০ জন কর্মী খুন হয়েছেন বলে দাবি করেন অমিত শাহ। তারপরেও এরাজ্যে বিজেপির উত্থান আটকানো যায়নি বলে জানান অমিত শাহ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here