জঙ্গলমহলে বিজেপি বিপুল ভোটে জিতবে: শুভেন্দু 

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩ জানুয়ারি: পঞ্চায়েত নির্বাচনের পর লোকসভায় জঙ্গলমহলে জয়ী হয়েছে বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনেও  জঙ্গলমহলের প্রতিটি বিধানসভা কেন্দ্রে পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীরা জয়লাভ করবে বলে আজ রবিবার গোপীবল্লভপুরের বেলিয়াবেড়ার জনসভায় বললেন শুভেন্দু অধিকারী। এদিনের জনসভায় দিলীপ ঘোষকে পাশে বসিয়ে একশো দিনের কাজের প্রকল্প, আমফানের টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক টাকা তৃণমূল চুরি করেছে বলে অভিযোগ করে কলাগাছ ভাইপোর পার্টিকে হারানোর অঙ্গীকার করেন শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা কেন্দ্র নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, বিনপুরে কুড়ি হাজার ভোটে বিজেপির জেতার কথা, কিন্তু আমি পঞ্চাশ হাজার ভোটে প্রতিটি কেন্দ্রে বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত করবো। জঙ্গলমহল থেকে এভাবেই তৃণমূলকে একেবারে হাওয়া করে দিতে হবে বলে শুভেন্দু অধিকারী বলেন। তিনি আরও বলেন, তৃণমূলকে জঙ্গলমহলে প্রতিষ্ঠা করার জন্যে আমি কি করেছি তা এখানকার মানুষ জানেন। মাওবাদি পর্বে শান্তি প্রতিষ্ঠার জন্য হার্মাদ এবং যৌথ বাহিনীর অত্যাচার থেকে মানুষকে বাঁচাতে জঙ্গলমহলের প্রতিটি প্রান্তে শান্তি মিছিল করেছি। কিন্তু শান্তি প্রতিষ্ঠার পরেও যোগ্য সম্মান জঙ্গলমহলের মানুষ পাননি। তাই পূর্ব মেদিনীপুরের বালুমাটির শুভেন্দু অধিকারী এবং ঝাড়গ্রামের লালমাটির দিলীপ ঘোষ আজ হাতে হাত মিলিয়ে শপথ নিয়েছি জঙ্গলমহল সহ রাজ্যে পদ্ম ফোটানোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *