টেট মহিলা পরীক্ষার্থীদের শাখা পলা খুলে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়ার প্রতিবাদে জলপাইগুড়ি শহরে আন্দোলনে বিজেপি মহিলা মোর্চার

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৪ ডিসেম্বর: টেট পরীক্ষায় হিন্দু বিবাহিত মহিলা পরীক্ষার্থীদের শাখা পলা খুলে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়ার প্রতিবাদে জলপাইগুড়ি শহরে আন্দোলনে নামল বিজেপি মহিলা মোর্চার।

তাঁদের অভিযোগ, রাজ্যে তালিবানি শাসন চলছে। হিন্দু সমাজের মহিলারা স্বামীর মঙ্গলের জন্য শাখা ও পলা পরে থাকেন। পরীক্ষা বসার আগে পুলিশ শাখা ও পলা খুলে দিতে বাধ্য করেছে। বুধবার শহরের ডিবিসি রোডের বিজেপি জেলা কার্যালয় থেকে বিজেপি মহিলা মোর্চার নেত্রীদের মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে। এরপর কোতোয়ালি থানার সামনে মূল গেটে হাজির হয়। এই আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা ছিল যথেষ্ট। ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। থানায় মূল গেট আটকে রাস্তায় বসে কিছুক্ষণ বিক্ষোভ দেখান বিজেপি মহিলা নেত্রীরা৷

বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বনিক অধিকারী বলেন, “শাখা ও পলা এক পরীক্ষার্থী খোলেনি এই কারণে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। রাজ্যে তালিবান শাসন চলছে। তারই প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here