আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ ডিসেম্বর: মহিলাদের উপর অত্যাচার, নারী নির্যাতন, ধর্ষণ প্রভৃতি ঘটনার প্রতিবাদে জেলায় জেলায় থানা ঘেরাও কর্মসূচি চলছে বিজেপির। বৃহস্পতিবার দাঁতন ১ নং ব্লকের দাঁতন থানা ঘেরাও করল বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। দাঁতন উত্তর ও দক্ষিণ মণ্ডলের মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা মহিলা মোর্চার সভানেত্রী প্রিয়াঙ্কা পানিগ্রাহি, মহিলা নেত্রী উমা বিশ্বাস সহ সদ্য তৃণমূলের জেলা পরিষদ থেকে বিজেপিতে আসা রমাপ্রসাদ গিরি, জেলা সভাপতি সমিত দাস, দাঁতনের বিজেপির নেতৃত্ব মোসাফ মল্লিক সহ অন্যান্যরা।