স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ ডিসেম্বর: আর নয় অন্যায় ও মহিলাদের সুরক্ষার দাবিতে বিজেপির মহিলা মোর্চার অবস্থান বিক্ষোভ চলছে শান্তিপুরের ডাকঘর সংলগ্ন এলাকায়। প্রায় ১০০ বিজেপি মহিলা কর্মী সমর্থকদের এই অবস্থানে উপস্থিত থাকতে দেখা যায়। তাদের দাবি, এই রাজ্যে মহিলারা সুরক্ষা পাচ্ছে না, নারীর সম্মান সবার আগে। কন্যা নারী হয়ে ওঠার আগেই নির্যাতিতা হচ্ছে এই বাংলায়। এই সমস্ত একাধিক ঘটনার প্রতিবাদের আজ এই বিক্ষোভ অবস্থান বলে জানাগেছে। এই বিক্ষোভ অবস্থান বৃহস্পতিবার বেলা একটা থেকে শুরু হয়ে বিকেল চারটে পর্যন্ত চলে।