গোলি মারো স্লোগান কান্ডে হাওড়া থেকে গ্রেফতার এক বিজেপি কর্মী

আমাদের ভারত, কলকাতা, ৪ মার্চ: গোলি মারো গদ্দারকো স্লোগান কান্ডে হাওড়া থেকে গ্রেফতার করা হল এক বিজেপি কর্মীকে। ভানু প্রতাপ সিং নামে লিলুয়ার বাসিন্দা ওই কর্মীকে বাড়ির সামনে থেকে আজ গ্রেফতার করে লিলুয়া থানার পুলিশ। হাওড়া আদালতে তাকে পেশ করা হয়। ভানু প্রতাপ সিং’য়ের পরিবারের লোকজনের দাবি, এরকম কোনো স্লোগান দেওয়া হয়নি।

অমিত সাহের সভায় লিলুয়া থেকে আসা মিছিলের নেতৃত্বে ছিল ভানু প্রতাপ। পরিবারের পক্ষ থেকেও এটাও বলা হয় যে যদি এরকম স্লোগান দেওয়া হয়ে থাকে তাতে আপত্তি কোথায়? বিজেপি করলেই চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে।রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এখানে শান্তি ফিরে এসেছে। যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। সেদিনের ঘটনা ছাড়া অন্য একটি জালিয়াতির মামলা ভানুর বিরুদ্ধে করেছে পুলিশ। সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here