বিজেপি করায় ডিজে চালিয়ে কর্মীর বুকের উপর নৃত্য, অভিযোগ তৃণমূল প্রধানের স্বামীর বিরুদ্ধে  

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৭ নভেম্বর:
বিজেপি করার জন্য কার্ত্তিক পুজোর ডিজে চালিয়ে ঘরে ঢুকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল প্রধানের স্বামী অলোক নন্দী, তার ভাই অপূর্ব নন্দী, অমল নন্দী, অজয় নন্দী ও ছেলে অয়ন নন্দীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গোপালনগর থানার হিংলী এলাকায়। আহত বিজেপি কর্মী আশুতোষ সরকার আশঙ্কাজনক অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি। খবর পেয়ে হাসপাতালে যান বিজেপির উত্তর ২৪ পরগণা জেলার সহ সভপতি দেবদাস মণ্ডল সহ অন্যান্য নেতাকর্মীরা।

অভিযোগ, অলোক নন্দী ও তার দলবল ওই এলাকায় কার্ত্তিক পুজো উপলক্ষে ডিজের সাউন্ড বারিয়ে নৃত্য করছিলেন। সেই অনুষ্ঠানে বিজেপি কর্মী আশুতোষ সরকারের ছেলেরা কেউ যোগ না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়। এরপর হঠাৎই অলোক নন্দী তার দলবল নিয়ে অশুতোষ বাবুর বাড়িতে লোহার রড, বাঁশ, সাবল নিয়ে চড়াও হয়। ছেলেরা বাধা দিতে গেলে তাদের বেধড়ক মারধর করে। সেই সময় আশুতোষবাবু রান্না ঘরে বসে খাচ্ছিলেন, ভাতের থালা লাথি মেরে ফেলে তাকে টেনে হিঁচড়ে বাইরে বের করে মাটিতে ফেলে বুকে পিঠে লাথি মারতে থাকে বলে অভিযোগ। এমনকি বাড়ির শিশু ও মহিলাদেরকে খুন করে দেওয়ার হুমকি দেয় তৃণমূলের প্রধান বনানী নন্দীর স্বামী অলোক নন্দী। ঘটনাস্থলেই জ্ঞান হারান আশুতোষবাবু। তড়িঘড়ি তাকে বনগাঁ মহকুমা হাসপাতলে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা আশঙ্খাজনক। চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়ে উত্তেজনা নিয়ন্ত্রনে আনে। যদিও বিজেপি কর্মীদের কোনও অভিযোগ শুনতে চায়নি পুলিশ।

রবিবার সকালে অলোক নন্দী, তার ভাই ও ছেলে সহ ছয়জনের নামে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেন আশুতোষবাবুর ছেলে স্বরূপ সরকার ও বিজেপি কর্মীরা। বনগাঁর বিধায়ক বিশ্বজিত দাস বলেন, অলোক নন্দী এক জন তোলাবাজ। তার স্ত্রী প্রধান বলে পঞ্চায়েতে যতরকম দুর্নীতি করার করছে। প্রচুর কাট মানির অভিযোগ আছে তার বিরুদ্ধে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
 

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here