তৃণমূলের দলীয় পতাকা তুলতে রাজি না হওয়ায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ

আমাদের ভারত, মেদিনীপুর, ৫ মার্চ: তৃণমূলের দলীয় পতাকা তুলতে রাজি না হওয়ায় এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের আঙ্গুয়া গ্রামে। বুধবার বিকেলে গ্রামের বিজেপি কর্মী পিন্টু দিগার আঙ্গুয়া বাজারে একটি দোকানে চা খাওয়ার সময় একদল তৃণমূল কর্মী, তাকে জোর করে তৃণমূলের দলীয় পতাকা তোলার কথা বললে পিন্টু বাবু তাতে রাজি না হওয়ায় তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় পিন্টু বাবুকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here