আমাদের ভারত, হালিশহর, ১২ ডিসেম্বর: উত্তর ২৪ পরগনার বীজপুর থানার অন্তর্গত হালিশহরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মারে এক বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। মৃত ওই বিজেপি কর্মীর নাম সৈকত ভাওয়াল (৪৫)।
হালিশহর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বিজেপির গৃহ সম্পর্ক অভিযান চলার সময় বিজেপি কর্মীদের উপর এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ব্যারাকপুর জেলা বিজেপি নেতা তন্ময় আইচ বলেন, “শনিবার বিকেলে আমাদের দলীয় কর্মীদের ঘিরে ধরে এই হামলার ঘটনা ঘটে। ওরা উইকেট, বাঁশ, লোহার রড দিয়ে আমাদের কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে। আমাদের অন্তত ১০ জন কর্মী জখম হয় । তাদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আছে খোকন দাস, উজ্জ্বল ভট্টাচার্য্য ও ভোপাল গাঙ্গুলি । প্রত্যেককে নদীয়ার কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।” তবে এই হামলার ঘটনা অস্বীকার করেছে তৃণমূল। তাদের বক্তব্য, বিজেপির গোষ্ঠী কোন্দলের কারণে এই ঘটনা ঘটেছে। বীজপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় হালিশহর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পুলিশ পিকেট বসানো হয়েছে।