ঘাটালে বিজেপি কর্মীকে মারধর

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ জুলাই:
ঘাটালে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে ৪-৫ জন বিজেপি কর্মী রাত দশটা নাগাদ ঘাটাল থেকে তাদের বাড়ি মনসুকায় ফিরছিল। সেই সময় মনসুকা চড়কতলার কাছে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতি তাদের বাইক আটকায়। বাকিরা কোনো রকমে পালিয়ে গেলেও তাদের মধ্যে দীপঙ্কর শাসমল নামে ১ জনকে ধরে মারধর করা হয় বলে অভিযোগ।

আহত দীপঙ্কর জানিয়েছে তাকে বাঁশ লাঠি দিয়ে মারধর করে ছেড়ে দেয় তৃণমূলের দুষ্কৃতীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই  ঘাটাল মহাকুমা হাসপাতালে নিয়ে আসে এবং থানায় খবর দেওয়া হয়। আজ আহত যুবককে দেখতে ঘাটাল হাসপাতালে যায় বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রামকুমার দে, উত্তর মন্ডল সভাপতি তারক বেরা ও অন্যান্য কর্মীরা।

রামকুমার দে বলেন, লোকসভা ভোটে বিজেপি লিড পাওয়ায় বেছে বেছে কিছু কুখ্যাত দুষ্কৃতি দিয়ে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। আজ ঘাটাল থানায় তাদের নামে অভিযোগ করা হয়েছে। তদন্তে নামছে ঘাটাল থানা।

তৃণমূল ব্লক সভাপতি দিলীপ মাঝি বলেন, বিজেপির ছেলেরা মুখ্যমন্ত্রীর নামে গালিগালাজ করেছিল। তবে মারধরের ঘটনা জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *