বিধানসভা ভোটের দিন ঘোষণার আগেই হাবরায় দেওয়াল লিখন ও ভোট প্রচারে বিজেপি কর্মীরা

সুশান্ত ঘোষ, হাবরা, ৩০ নভেম্বর: বিধানসভা ভোটের দিন ঘোষণা হয়নি। দলের তরফে প্রার্থিতালিকা প্রকাশ তো দূরস্থান! কিন্তু ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার হাবরার ১দক্ষিণ বিধানসভা এলাকায় দেওয়াল লিখন শুরু করল বিজেপি নেতা সুবোধ কুমার টিকাদার। পাশাপাশি কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রাচার ও জনসংযোগে নেমেছেন সুবোধবাবু।

দলের নির্দেশে ইতি মধ্যে প্রতিটি বুথে ৫ টি করে দেওয়াল লেখা শেষ হয়েছে। সোমবার সকালে সুবোধবাবু বেশ কয়েকজন কর্মী নিয়ে মছলন্দপুর ২নম্বর পঞ্চায়েত এবং কুমড়ো কাশিপুর পঞ্চায়েতে মানুষের বাড়িবাড়ি গিয়ে জনসংযোগ করেন। এছাড়াও এদিন তিনি বিজেপি কর্মী সমর্থকদের পরামর্শদেন রাজ্য থেকে স্বৈরাচারী দল তৃণমূল সরকারকে হাটাতে এখন থেকে জনসংযোগ করতে হবে কারন মানুষকে তৃণমূল সরকার ভুল বোঝাচ্ছে। লোকসভা নির্বাচনের পর থেকে গোটা জেলায় ভারতীয় জনতা পার্টির সংগঠন অনেক মজবুত হয়েছে। প্রার্থীর নাম ঘোষণার পর পূর্ণদ্যোমে দেওয়াল লিখন শুরু হবে। ২০২১ সালে তৃণমূলের নাম মুছে দিয়ে, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসছে বলে জানান হাবরা ১দক্ষিন মন্ডল সহসভাপতি সুবোধ কুমার টিকাদার

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here