
আমাদের ভারত, হাওড়া, ২ মার্চ: সোমবার সকালে হাওড়ার বাগনান থানার ঈশ্বরীপুর গ্রামের মন্ডলপাড়ায় এক বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম মন্টু মন্ডল (৩৬) । আজ সকালে বাড়ির পাশের পুকুরে তার দেহ ভাসতে দেখে এলাকার বাসিন্দারা।এরপরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
বি জে পি সুত্রে জানা গিয়েছে পেশায় দিন মজুর মন্টু এলাকায় সক্রিয় বি জে পি কর্মী ছিলেন। লোকজনের সঙ্গে দেখা হলেই “জয় শ্রীরাম” বলতে। গতকাল রবিবার অমিত শাহের সভায় গিয়েছিলেন। কিন্তু বাড়ি ফেরেননি। রবিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন। আজ সকালে তাঁর দেহ উদ্ধার হয়। এই মৃত্যুর ঘটনার তদন্ত দাবি করেছে বিজেপি। পুলিশ আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।