গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৮ জুলাই:
বিজেপি কর্মীদের বাড়ি ভাঙ্গচুর ও কর্মীদের মারধরের ঘটনায় ফের উত্তেজনা ছড়াল পুড়শুড়ায়। বিজেপির মহিলা কর্মীকে মারধরের পাশাপাশি চার বিজেপি কর্মীর বাড়িতে ভাঙ্গচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগের পুড়শুড়ায়। ঘটনার পর পুড়শুড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজেপির অভিযোগ, ভাঙ্গচুর করা হয় বিজেপি কর্মীদের বাড়ির গেট, টিভি, পাখা, বাসনপত্র ও আসবাবপত্র। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, তৃণমূলের দলীয় পতাকা টাঙানো ছিল, সেই পতাকাগুলি বিজেপির তরফ থেকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। বিজেপি কর্মীদের মাধরের কোনও ঘটনা ঘটেনি।
বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন, তৃণমূলের নিজেদের ঝামেলাকে বিজেপির ওপর চাপিয়ে দিচ্ছে। নিজেরাই দুই গোষ্ঠীর মধ্যে মারামারি করে বিজেপিকে ফাঁসাচ্ছে। বিজেপির ওপর হামলা চালিয়েছে তৃণমূল।