তৃণমূলের বিধায়কের উদ্যোগে ঘরে ফিরলেন সোনারপুরের বিজেপি কর্মীরা

আমাদের ভারত, সোনারপুর, ২১ মে: তৃণমূল বিধায়কের উদ্যোগে ঘরে ফিরলেন বিজেপি কর্মী সমর্থকরা। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাড়ি ছাড়া ছিলেন তারা। নির্বাচনের ফল ঘোষণার পর যখন রাজ্য জুড়ে রাজনৈতিক সংঘর্ষ, হানাহানির ঘটনা ঘটছে তখন দৃষ্টান্ত স্থাপন করলেন সোনারপুর উত্তরের বিধায়ক ফেরদৌসী বেগম। শখানেক ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরালেন তিনি।

কোভিড পরিস্থিতি ও লকডাউনের মধ্যে তারা কার্যত রাস্তায় রাত কাটাচ্ছিলেন এই ঘর ছাড়া বিজেপি কর্মীরা। বিষয়টি নজরে আসে বিধায়কের। তিনিই উদ্যোগ নিয়ে ঘরছাড়াদের ঘরে ফেরার ব্যবস্থা করেন। নরেন্দ্রপুর থানার আইসি সুখময় চক্রবর্তীর সাথে এই নিয়ে আলোচনা করে শ’খানেক বিজেপি কর্মীদের ঘরে ফেরানো হয়। উপস্থিত ছিল নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনীও।

এদের অনেকেই আগে তৃণমূল করতেন কিন্তু বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগে তারা সকলেই বিজেপিতে যোগদান করেন। মারধর খাওয়ার ভয়ে নির্বাচনের ফলাফল প্রকাশের পর তারা বাড়ি ছেড়ে অন্যত্র ছিলেন বলে জানান বিজেপি কর্মীরা। বিধায়ক এই উদ্যোগ নেওযায় খুশি তারা। বাকি যারা এখনো বাড়ির বাইরে আছেন তাদেরও ফেরানো হবে বলে জানিয়েছেন বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *