বাল্ব, টিউব, ফ্যান নিয়ে বিদ্যুৎ বিল মকুবের দাবিতে অবস্থান বিক্ষোভ বিজেপির যুব মোর্চার

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৩ মে: বিদ্যুৎ বিল মুকুবের দাবি সারা জেলাকে আন্দোলিত করতে অভিনব কায়দায় অবস্থান বিক্ষোভ করল বিজেপির যুব মোর্চা। বাল্ব, টিউব, ফ্যান অবস্থান স্থলে এনে বিদ্যুৎ বিল মকুবের দাবিতে বিক্ষোভ দেখাল তারা। করোনার সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের মধ্যে বিদ্যুতের বিল মকুবের দাবি নিয়ে গত এক সপ্তাহ ধরে পুরুলিয়া জেলাজুড়ে প্রতীকি বিক্ষোভ অবস্থান করে আসছে বিজেপি যুব মোর্চা। বুধবার দেখা গেল সেই আন্দোলন একটু অভিনব ভাবে। এর কারণ হিসেবে যুব মোর্চার জেলা সভাপতি রাজেশ চিন্না জানান, ‘বাল্ব, টিউব লাইট, ফ্যান কর্মসূচির আকর্ষণ বাড়াবে। প্রশাসন তথা বিদ্যুৎ দফতরের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এইভাবে বিল মকুবের দাবি জানিয়ে কর্মসূচি পালন করছি।’

তিনি আরও বলেন, ‘বর্তমান লকডাউনের জন্য বেশিরভাগ মানুষই কর্মহীন অবস্থায় আছেন। বর্তমানে মানুষ দু’বেলা দু’মুঠো খাবার জন্য দুশ্চিন্তায় পড়েছে। সে ক্ষেত্রে তিন মাসের বিদ্যুতের বিল সাধারণ মানুষের কাছে বোঝার মত বিষয়। এ সময়ই বিদ্যুৎ বিলের নামে সাধারণ মানুষকে শোষণ করা হচ্ছে। বিদ্যুতের লোক বাড়ি বাড়ি গিয়ে বলছে অথবা এসএমএসের মাধ্যমে জানাচ্ছে আগের মাসের যে বিল দেওয়া হয়েছে সেই অনুসারে বিলটা দিয়ে দিতে, পরে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। যেখানে সাধারণ মানুষ দুবেলা-দুমুঠো খাবার জোগাড় করতে সমস্যায় পড়ছেন সেখানে কিভাবে তিন মাসের বিদ্যুতের বিল মেটাবেন?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *