ঘাটালে বিজেপি যুব মোর্চা ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালন

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ জানুয়ারি: ১২ জানুয়ারি ঘাটালের কলেজ মোড়ে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালন করল বিজেপি যুব মোর্চা এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। স্বামী বিবেকানন্দের ভাবধারা ছাত্র এবং যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া মূল উদ্দেশ্য বলে জানান বিজেপির ঘাটাল নগর মন্ডলের সহ-সভাপতি অরিজিৎ হর। তিনি বলেন, যুব সমাজ এবং ছাত্র সমাজের অবক্ষয় যাতে না হয়, তারা যাতে মানবতার আদর্শ নিয়ে জীবনের পথে এগোতে পারেন এবং স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হতে পারেন সেই উদ্দেশ্যে আমরা আজ একত্রিত হয়েছি।

এখনকার অবক্ষয়ের সমাজে স্বামীজীর মতাদর্শের অনুপ্রেরণা এবং তাঁর আদর্শ মেনে চলা খুব প্রয়োজন বলে অরিজিৎবাবু জানান। অনুষ্ঠানে ছিলেন স্বরূপ বর অরুণ চক্রবর্তী সহ অন্যান্যরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here