কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ ডিসেম্বর: আজ শুক্রবার ঘাটাল শহরে ভারতীয় জনতা যুব মোর্চার একটি বিশাল মিছিল হল। এই মিছিলে প্রায় ৪ হাজার কর্মী অংশগ্রহণ করে বলে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে। রাজ্যে গণতন্ত্র ফেরানো এবং সন্ত্রাস ও নারী নির্যাতন বন্ধের দাবি সহ একাধিক শ্লোগান তোলা হয় এই মিছিলে।
মিছিল শেষে বিজেপির যুব মোর্চার ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক সমীর দলুই বলেন, আগামী ২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ঘাটাল বিধানসভা আসনে ৩০ হাজার ভোটে জিতবে। তিনি বলেন, এতদিন সরকার আকাশে বা অন্যত্র ছিল এখন দুয়ারে দুয়ারে এসেছে। মানুষ এসব ভাঁওতা বুঝে ফেলেছে। এসব করে কিছু হবে না। তিনি বলেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই এবং আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে।
মহিলা মোর্চার নেত্রী তনুশ্রী সাঁতরা বলেন, মুখ্যমন্ত্রী মহিলা হয়েও রাজ্যে যেভাবে মহিলাদের উপর ধর্ষণ এবং নির্যাতন হচ্ছে তার প্রতি ধিক্কার জানাই। আগামী বিধানসভা নির্বাচনে মহিলাসহ সর্বস্তরের মানুষ এর জবাব দেবে।
ঘাটাল সাংগঠনিক জেলা সহ সভানেত্রী হাসি হালদার জানান, রাজ্য সরকার রাস্তা থেকে রান্নাঘর পর্যন্ত প্রশাসনকে লেলিয়ে দিয়েছে।জনগণ এখন রাস্তায় নেমেছে, তারা বুঝেছেন যে পদ্মফুল ছাড়া দ্বিতীয় কোনও হাতিয়ার নেই। ৩০ বছরের বাম এবং এখন তৃণমূলের আমলে রাজ্যে পরগাছা জন্মেছে। রাজ্যটাকে শেষ করে দিচ্ছে তারা, সুতরাং এখনই পরগাছাকে না কাটলে
রাজ্যকে বাঁচানো যাবে না। তিনি অবিলম্বে এই সরকারের উৎখাতের দাবি করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুত্বের মধ্যে ঐক্য এনেছেন এবং তিনি প্রতিটি ভারতবাসীর সেবক হিসেবে কাজ করছেন। আজকের মিছিলে অংশগ্রহণ করেন ঘাটাল বিধানসভার ৫নং মন্ডল সভাপতি, সাংগঠনিক জেলার সম্পাদক গৌতম পালুই, বিধানসভা কনভেনার উত্তম মন্ডল সহ প্রচুর কর্মী।