অভিষেক ক্ষোভের মুখে পড়েছিলেন সেই মারিশদা থেকেই শুরু হল বিজেপি যুব মোর্চার গ্রাম সম্পর্ক অভিযান, উদ্বোধন করলেন সুকান্ত

আমাদের ভারত, ২৭ ফেব্রুয়ারি: পূর্ব মেদিনীপুরের মারিশদা থেকে শুরু হল বিজেপি যুব মোর্চার গ্রাম সম্পর্ক অভিযান। এই কর্মসূচির উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক রাজ্য নেতৃত্ব। এর আগে একটি জনসভায় যোগ দিতে গিয়ে হঠাৎ করেই মারিশদায় গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গ্রামবাসীদের একাধিক অভিযোগ ও ক্ষোভের মুখে পড়তে হয় তাকে। আজ সেই মারিশদা থেকেই পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগের লক্ষ্যে বিজেপি যুব মোর্চার অন্যতম বড় কর্মসূচি শুরু করল।

সারপ্রাইজ ভিজিটে গিয়ে গ্রামের মানুষের ক্ষোভ শোনার পর অভিষেক ভরা জনসভা থেকে গ্রামের প্রধানকে পদত্যাগ করার নির্দেশ দেন। আর পঞ্চায়েত ভোটের প্রাক্কালে সেই মারিশদা থেকেই আজ গ্রাম সম্পর্ক অভিযান শুরু করল বিজেপি। সূত্রের খবর, এপ্রিল মাসের শেষে রাজ্যে পঞ্চায়েত ভোট হতে পারে। দুয়ারে নির্বাচনে তাই জনসংযোগের লক্ষ্যে রাজ্যজুড়ে দিদির দূত কর্মসূচি পালন করছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। জেলায় জেলায় তারা মানুষের বিক্ষোভের মুখেও পড়েছেন। এবার তার পাল্টায় জনসংযোগে পদ্ম শিবির গ্রাম সম্পর্ক অভিযান শুরু করল। জানা যাচ্ছে, পঞ্চায়েত ভোটে রাজ্যের গ্রামে গ্রামে অভিযান চালানোর পরিকল্পনা করেছে বিজেপি যুব মোর্চা।

আজ মারিশদার রাধা কৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচি শুরু করেন সুকান্ত। তিনি তিনটি বুথ এলাকা ঘুরে দেখেন। গ্রামের এক সাধারণ ব্যক্তির বাড়িতে মাধ্যাহ্ন ভোজন সারেন রাজ্য বিজেপি নেতারা।

মারিশদা গ্রাম থেকে গ্রাম সম্পর্ক অভিযান শুরুর পর উত্তর ২৪ পরগনার বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর, জয়নগর, বাঁকুড়া হয়ে ঠাকুরনগরে এই কর্মসূচি শেষ হবে। প্রথম দফার কর্মসূচি শেষ হবে সেখানে। এই কর্মসূচি শেষে উপস্থিত থাকবেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি ও বিজেপি সাংসদ তেজস্বী সূর্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *