মমতাকে অসহিষ্ণু বলে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৯ ডিসেম্বর:
মমতা বন্দ্যোপাধ্যায়কে আসহিষ্ণু বলে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বুধবার রাজ্য বিজেপির হেস্টিংসের অফিসে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তিনি। একের পর এক দলীয় কর্মীদের হত্যার অভিযোগ এনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এমন তীর্যক মন্তব্য করেছেন জেপি নাড্ডা। রাজ্যে গণতন্ত্র নেই বলে রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলেন, গণতন্ত্র থাকলে বিরোধীদের এইভাবে প্রাণ যেত না। পাশাপাশি হেস্টিংসে তাকে কালো পতাকা দেখানো নিয়েও রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন তিনি।

যদিও হেস্টিংসের পর ফের নাড্ডাকে কালো পতাকা দেখানো হয়। বিজেপি নেতারা অবশ্য দাবি করেছেন, কালীঘাটে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে কালো পতাকা দেখানোর পরিকল্পনায় ছিল তৃণমূল। কালীঘাট মন্দিরে ঢোকার একটু আগে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান তোলা হয়। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে স্লোগান তোলেন বিজেপি কর্মীরাও। তৃণমূলের স্লোগানকে পাত্তা না দিয়েই অবশ্য কালীঘাট মন্দিরে পুজো দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here