‘আর নয় অন্যায়’ স্লোগান দিয়ে বিজেপির বাইক মিছিল পুরুলিয়ার ঝালদায়

সাথী দাস, পুরুলিয়া, ৪ ডিসেম্বর:
দলের যুব মোর্চা কে সামনে রেখে ‘আর নয় অন্যায় ‘ স্লোগান দিয়ে পুরুলিয়ার ঝালদায় বাইক মিছিল করল বিজেপি।
আজ ঝালদার মেরী অপকার ময়দান থেকে তুলিন সুবর্ণরেখা সেতু পর্যন্ত মিছিল করে তারা। প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ পথে বাইক মিছিলে শতাধিক বিজেপি নেতা ও কর্মী অংশ নেন। 

মিছিল সমাপ্তি স্থলে একটি পথ সভা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো ও বাঘমুন্ডি বিধানসভার আহ্বায়ক জগদীশ কুমার। শংকর মাহাতো বলেন, “লক্ষ্য একটাই ২০২১-এ  সরকার পরিবর্তন।  বর্তমান  সরকার পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে আমাদের কার্যকর্তাদের উপর অত্যাচার করছে, মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। কোথাও কার্যকর্তাদের মেরে ঝুলিয়ে দিচ্ছে। মহিলারাও অত্যাচারের শিকার হচ্ছেন। তাই, এরই প্রতিবাদে এই মিছিল। আজকের এই মিছিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই  প্রমান করে মানুষ আমাদের পাশে আছে। পরিবর্তন নিশ্চিত। মানুষ অপেক্ষায় আছে।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here