উত্তর দিনাজপুরে শুরু হল বিজেপির কিষান সুরক্ষা যাত্রা

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৮ জানুয়ারি: কেন্দ্রীয় সরকারের কৃষকদের স্বার্থে প্রণয়ন করা কৃষি আইনের সমর্থনে “কিষান সুরক্ষা যাত্রা” শুরু করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের কৃষান সন্মান নিধি চালু না করার প্রতিবাদ এবং সোনার বাংলা গড়ার শপথও এই কিষান সুরক্ষা যাত্রার অন্যতম উদ্দেশ্য।

সোমবার রায়গঞ্জের রূপাহার থেকে বিজেপির এই কিষান সুরক্ষা যাত্রা পরিভ্রমন শুরু হয়ে বিভিন্ন গ্রাম ও রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে। উত্তর দিনাজপুর জেলায় বিজেপির এই কিষান যাত্রার উদ্বোধন করেন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। সুদৃশ্য ট্যাবলো সাজিয়ে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক ও সাধারন কৃষক বিজেপির এই কিষান সুরক্ষা যাত্রায় শামিল হয়েছিলেন।

কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের প্রতিবাদে দিল্লিতে আন্দোলনে নেমেছেন কৃষকরা৷ ঠিক সেই সময় কৃষি আইনের সমর্থনে কিষান সুরক্ষা যাত্রার সূচনা করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, এরাজ্যের শাসক দল ও সরকার কৃষকদের কেন্দ্রীয় কৃষি আইন নিয়ে ভুল বোঝাচ্ছে৷ কৃষকেরা যাতে তাদের ফসলের ন্যায্য দাম পান, কোনওমতেই যাতে দেশের কৃষকেরা ক্ষতিগ্রস্ত না হন সেই লক্ষ্যেই কৃষকদের আয় উন্নতির বৃদ্ধি ঘটাতে কেন্দ্রীয় সরকার কৃষি আইন প্রণয়ন করেছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের কৃষান সন্মান নিধি প্রকল্প বাংলার সরকার চালু করতে না দেওয়ায় লক্ষ লক্ষ কৃষক বছরে ৬ হাজার টাকা ভাতা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এরই প্রতিবাদে এবং কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের সমর্থনে এবং সোনার বাংলা গড়ার শপথ নিয়ে বিজেপি ও বিজেপির কৃষক সংগঠন ভারতীয় জনতা কিষান মোর্চার পক্ষ থেকে বাংলার কৃষকদের স্বার্থে আজ থেকে উত্তর দিনাজপুর জেলায় শুরু করা হল কিষান সুরক্ষা যাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *