
আমাদের ভারত, মেদিনীপুর, ৭ জুন: আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের এবং রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের মমতা বন্দ্যোপাধ্যায় সবদিক থেকে সাহায্য করেছে বলে রবিবার মেদিনীপুর শহরে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়। রাজ্যের নির্দেশমতো এখন প্রতিটি বিধানসভা এলাকায় সেখানকার বিধায়করা সাংবাদিক বৈঠক করছেন।
এলাকার সমস্যা, উদ্বেগজনক করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিক সন্মেলনে তেমন কিছু আলোচনা না হলেও সমস্ত বিধায়কদের মুখ্যমন্ত্রীর বন্দনা করতেই ব্যস্ত থাকতে দেখা গেছে। আমফান ঝড়ে ক্ষয়ক্ষতি, সুষ্ঠুভাবে ত্রাণ বন্টনের মত গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে উপেক্ষা করে বিজেপি শাসিত রাজ্যগুলিকে নিন্দা করে তাদের এ রাজ্যের প্রশংসামূলক তুলনা করতেই ব্যস্ত হয়ে পড়তে দেখাগেছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিনেন রায় বলেন, দূর দূরান্ত থেকে আমার বিধান সভা এলাকায় যে সমস্ত পরিযায়ী শ্রমিক এসেছে তাদের কোয়ারেন্টানে রাখা হয়েছে। খাদ্য ও স্বাস্থ্যের দিকেও লক্ষ্য রাখা হয়েছে।
অন্যদিকে সবং বিধানসভা এলাকায় সাংবাদিক সম্মেলন করে মানস ভুঁইঞা এবং গীতা ভুঁইঞা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিযায়ী শ্রমিকদের মা বলে উল্লেখ করে পরিযায়ী শ্রমিকদের প্রতি মুখ্যমন্ত্রীর দরদ ও পরিষেবার লম্বা ফিরিস্তি দেন। এদিনের সাংবাদিক বৈঠকে দেশের ৩০টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেরা মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরে তার স্বপক্ষে একের পর এক যুক্তি ও উদাহরণ তুলে ধরতে চেষ্টা করেন সাংসদ মানস রঞ্জন ভুঁইঞা ও বিধায়ক গীতা ভুঁইঞা। এদিন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক চূড়ামণি মাহাতোও একই রকম ভাবে সাংবাদিক সম্মেলন করেছেন।