কালীপুজোয় আলো ও বাতি না জ্বালাতে বিজেপি রাজ‍্য উদ্বাস্তু শাখার আহ্বান

বিশেষ প্রতিনিধি, আমাদের ভারত, ২৭ অক্টোবর: বাংলাদেশে দুর্গাপুজোর মণ্ডপ ও অন্যান্য মন্দির সহ হিন্দু সমাজের উপর নির্মম আক্রমণের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গেও নিজেদের বাড়িতে কোনও আলোকসজ্জা না করার বা প্রদীপ মোমবাতি না জ্বালানোর আবেদন করল বিজেপি রাজ‍্য উদ্বাস্তু শাখা।

বুধবার এই শাখার পক্ষে ডঃ মোহিত রায় ও সুজিত শিকদার বলেন, “বাংলাদেশে একশোরও বেশি দুর্গাপুজোর প্যান্ডেল ও মন্দিরের উপর আক্রমণ, হিন্দুদের বাড়িঘর ধ্বংস, হত্যার প্রতিবাদে সমস্ত বিজেপি সদস্য, সমর্থক, শুভানুধ্যায়ী ও সনাতনধর্মী সকল মানুষের কাছে আমাদের আবেদন যে এবার ৪ঠা নভেম্বর কালীপুজোর রাতে নিজেদের বাড়িতে কোনও আলোকসজ্জা করবেন না। প্রদীপ বা মোমবাতি জ্বালাবেন না। কালীপুজোর দিনে নিজেদের বাড়ির সামনে এ ব্যাপারে পোস্টার লাগাবেন দেওয়ালে যাতে প্রতিবেশীরা কেন আপনার বাড়ি অন্ধকার তা জানতে পারেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সারা দেশে শ্যামাপূজায় দীপাবলী পালন হবে না বলে জানিয়েছে। বাংলাদেশের সনাতনধর্মীদের উপর এই আক্রমণের প্রতিবাদে ও তাঁদের সঙ্গে সহমর্মিতায় বিজেপি রাজ‍্য উদ্বাস্তু শাখার এই উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *