কলকাতায় কংগ্রেস অফিসের সামনে বিক্ষোভ বিজেপির, ছেঁড়া হল রাহুলের ছবি

আমাদের ভারত, কলকাতা, ১৬ নভেম্বর: রাহুল গান্ধীর ছবি ছিঁড়ে দিয়ে রাজনৈতিক অসৌজন্যতার পরিচয় বিজেপি যুবমোর্চার। শনিবার প্রদেশ কংগ্রেসের রাজ্য সদর দফতরের সামনে রাফাল ইস্যুতে বিক্ষোভ দেখান বিজেপির যুব সংগঠনের কর্মীরা। সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করে রাহুল গান্ধীর বিরুদ্ধে স্লোগান তুলছিলেন যুবমোর্চার কর্মীরা।

সময় যেতেই একটু একটু করে উত্তেজিত হয়ে পরে যুবমোর্চার কর্মীরা। তারপরেই গুটি কয়েক যুবমোর্চার কর্মী ব্যানারে থাকা রাহুল গান্ধীর ছবিতে ডান্ডা মারতে শুরু করেন। এরপর তা ছিঁড়ে ফেলে। প্রিয়াঙ্কা গান্ধী ও সোনিয়া গান্ধীর ছবিও ডান্ডা দিয়ে খুঁচিয়ে ছেঁড়ার চেষ্টা করেন বিজেপির যুব সংগঠনের কর্মীরা। যদিও কয়েকজন দায়িত্বশীল যুব মোর্চার কর্মী অবস্থা আয়ত্বে আনেন। এমনকি একদল যুবমোর্চা কর্মী প্রদেশ কংগ্রেসের সদর দফতরের গেট ধরে টানাটানি শুরু করেন। যদিও তাদের বাধা দেয় কলকাতা পুলিশ। যুবমোর্চার কর্মীদের বিক্ষোভের জন্য এদিন বিধানভবনের গেট বন্ধ করে রাখে কলকাতা পুলিশ। পরে কলকাতা পুলিশের নির্দেশে যুব মোর্চার কর্মীরা বিধানভবনের গেট থেকে দূরে চলে যান।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here