এলাকায় প্রভাবশালী দলীয় নেতাদের প্রার্থী করতে অগ্রাধিকারের কথা জানালেন বিএল সন্তোষ

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১০ মার্চ:
এলাকায় প্রভাবশালীদের পুরভোটে প্রার্থী করার কথা রাজ্য নেতৃত্বকে জানিয়ে গেলেন বিএল সন্তোষ। রবিবার কলকাতা ছাড়ার আগে রাজ্য নেতৃত্বকে তাঁর এই বক্তব্য তিনি জানিয়ে গেছেন বলে দলীয় সূত্রের খবর।

রবিবার আইসিসিআরএ বৈঠক শেষ করে সর্বভারতীয় সংগঠনের সম্পাদক দক্ষিণ কলকাতার এক বিজেপি নেতার বাড়িতে গোপন বৈঠক করেন। সেই বৈঠকে হাজির ছিলেন রাজ্য বিজেপির তিন নেতা। আর এরাজ্যের দায়িত্বপ্রাপ্ত দুই কেন্দ্রীয় নেতা। তাদের বলে যান পুরভোটে এলাকায় প্রভাব থাকলে তবেই দলীয় নেতাদের প্রার্থী করতে হবে। প্রভাব আছে অথচ অর্থ নেই, এই অজুহাতে দলীয় নেতাদের পুরভোটের প্রার্থী করা থেকে বঞ্চিত করা যাবে না। অর্থের বিষয়টা দল বুঝে নেবে বলেও বৈঠকে রাজ্য নেতাদের জানিয়েছেন বিএল সন্তোষ। তবে কলকাতা পুরসভার প্রার্থী নির্বাচনে দল যে লক্ষ রাখবেন তা কথায় বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় নেতা বিএল সন্তোষ। দলীয় যোগ্যতা সম্পন্ন ক্যাডারদের প্রার্থী না করা হলে মানুষ তা ভালো ভাবে মেনে নেয় না। সেইকথাও বৈঠকে বলেন বিএল সন্তোষ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here