গোপীবল্লভপুরের রিভার ফিল্ড ক্লাবের উদ্যোগ পালিত হল কালা দিবস

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৪ ফেব্রুয়ারি: আজ ১৪ ফেব্রুয়ারি, সারা দেশের মানুষ যখন ভ্যালেন্টাইন্স ডে পালন করছে। ঠিক সেই সময় ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের রিভার ফিল্ড ক্লাবের সদস্যরা পুলওয়ামায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালা দিবস পালন করলেন।

আজ সারা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে প্রেমের দিবস।অনেকেরই হয়তো মনে নেই পুলওয়ামায় আজকের দিনেই মারা গিয়েছিলেন ৪৩ জন সেনা। আহত হয়েছিলেন
বেশ কিছু জন। সেই হামলা চালিয়েছিল আদিল শাহদার।তিনি একজন ভারতীয় কাশ্মীরের নাগরিক হয়েও পাকিস্তানের মদতে ভারতীয় সেনাদের উপর হামলা চালিয়েছিলেন। সেই দিনটি ভোলেনি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর রিভার ফিল্ড ক্লাব। আজ সকালে প্রথমে গোপীবল্লভপুর বড় বাজারে শহিদ বেদীর সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং শহিদ বেদীতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের এনসিসি সদস্যদের সঙ্গে নিয়ে গোপীবল্লভপুরের বড়বাজার থেকে চেকপোস্ট হয়ে হাতিবাড়ি মোড় পর্যন্ত প্রায় ১৬০০ মিটার মোমবাতি হাতে নিয়ে একটি মৌন মিছিল করে কালা দিবস পালন করলেন।

গত বছর এই ঘটনার পরেই শহিদ জওয়ানদের প্রতিকৃতি এঁকেছিলেন গোপীবল্লভপুরের বেশ কিছু বাড়ির দেওয়ালে দেওয়ালে সেগুলি এখনো রক্ষা করে চলেছেন ক্লাবের সদস্যরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here