করোনার সাথে মারাত্মক ফাঙ্গাল ইনফেকশনের নয়া আতঙ্ক

আমাদের ভারত, ১৭ ডিসেম্বর:শুধু করোনার আতঙ্কই তাড়া করছে তা নয় , এবার করোনার সঙ্গী হয়েছে ফাঙ্গাল ইনফেকশন। করোনারি সাথে এই ইনফেকশন দিল্লিতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে এই নতুন সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরাও।

করোনা মুক্তির পর রোগীর শরীরে ফাঙ্গাল ইনফেকশন দেখা দিচ্ছে, যার ফলে দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে রোগীর। রোগীর নাক ও চোয়ালের কিছু অংশও আক্রমণ করছে এই নতুন ফাঙ্গাল ইনফেকশন। চিকিৎসকরা জানিয়েছেন সময়মতো এর চিকিৎসা না হলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

এইট মারাত্মক ফাঙ্গাসের নাম mucor, mucormycosis বা ব্ল্যাক ফাঙ্গাস। আগে এই রোগের নাম ছিল zygomycosis।

এই ইনফেকশনে আক্রান্ত হলে প্রথমে রোগীর চোখের জ্বালা করতে শুরু হচ্ছে। তারপর নাক বন্ধ, চোয়ালের চুলকানির মত উপসর্গ দেখা দিচ্ছে। এইসা উপসর্গ দেখা দিলেই তাড়াতাড়ি অ্যান্টিফাঙ্গাল থেরাপি শুরু করতে হচ্ছে। না হলে রোগীর দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা তৈরি হচ্ছে। এমনকি ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে রোগীর মৃত্যু পর্যন্ত হচ্ছে।

চোখের জ্বালা, হালকা জ্বর, মাথাব্যথা, নাক বন্ধ, মুখের একদিকে চুলকানি, ধীরে ধীরে দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া এই ফাঙ্গাসে আক্রান্ত হবার উপসর্গ। সাধারণত রোগীর ফুসফুস সাইনাসে প্রভাব ফেলে এটি। করোনায় আক্রান্ত রোগীর ফুসফুস যেহেতু দুর্বল থাকে, তাই খুব সহজেই এই ফাংগাল ইনফেকশনে আক্রান্ত হচ্ছেন অনেকে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here