“আমারকার ভাষা আমারকার গর্ব” ফেসবুক গ্রুপের উদ্যোগে কম্বল বিতরণ গোপীবল্লভপুরে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩১ ডিসেম্বর: “আমারকার ভাষা আমারকার গর্ব” ফেসবুক গ্রুপের পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠিত হল গোপীবল্লভপুরে। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ছাতিনাশোল প্রাথমিক বিদ্যালয় ৮০ জন দুঃস্থ পরিবারের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করলেন “আমারকার ভাষা আমারকার গর্ব” ফেসবুক গ্রুপে সদস্যরা।

এদিন এই গ্রুপের সদস্য আনন্দ বিশুই, বিশ্বজিৎ পাল বলেন, আজ ৩১শে ডিসেম্বর বছরের শেষ দিন এই দিনটিকে আমরা একটু অন্যভাবে পালন করলাম সাধারণ মানুষের পাশে থেকে। এই বছর প্রথম, তাই হয়ত কয়েকজনের বেশি আমরা দিতে পারলাম না কিন্তু আমরা আজ এখান থেকে প্রতিজ্ঞা করছি পরবর্তীকালে আরও বেশি মানুষের পাশে থেকে আমাদের এই ফেসবুক গ্রুপকে এগিয়ে নিয়ে যাব।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here