রক্ত সংগ্ৰহে নতুন দিগন্ত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ সেপ্টেম্বর: রক্ত সংগ্ৰহের ক্ষেত্ৰে নতুন দিগন্ত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। এবার থেকে সরাসরি রক্তদাতার শরীর থেকে যন্ত্ৰের সাহায্যে রোগীর জন্য প্ৰয়োজনীয় রক্তের উপাদান যেমন লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, প্লাজমা, প্লেট সেল অৰ্থাৎ রোগীর শরীরে যে উপাদান প্ৰয়োজন শুধুমাত্র সেই উপাদানই রক্তদাতার শরীর থেকে সংগ্ৰহ করে তা রোগীকে দেওয়া যাবে। কলকাতার পর বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালই দ্বিতীয় যেখানে যন্ত্ৰের সাহায্যে রক্তের উপাদান সংগ্ৰহ করা হবে।

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পাৰ্থ প্ৰতিম প্ৰধান বলেন, এর ফলে গ্ৰহীতা রোগীর প্ৰয়োজনীয় রক্তের উপাদানটি রক্তদাতার কাছ থেকে সংগ্ৰহ করা সম্ভব হবে। তিনি বলেন, এখন রক্তদাতার শরীর থেকে রক্ত সংগ্ৰহ করে রক্তের উপাদানগুলি পৃথক করা হতো তারপর রোগীর প্ৰয়োজনীয় উপাদান প্ৰয়োগ করা হয়। এবার এই যন্ত্ৰের সাহায্যে শুধুমাত্র প্ৰয়োজনীয় উপাদান সংগ্ৰহ করা যাবে। এর ফলে দাতার শরীর থেকে পুরো রক্ত সংগ্ৰহ করতে হবে না।তিনি বলেন যন্ত্রটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে খুবশীঘ্ৰই জনসাধারণের জন্য ব্যবহৃত হবে।

এপ্ৰসঙ্গে, তিনি আরোও বলেন, কলকাতার পর এই প্ৰথম এই যন্ত্ৰ মফঃস্বল শহরে এল। তবে রক্ত দাতাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে রক্তের উপাদানদান করতে হবে, বাইরে নিয়ে যাওয়ার কোনও সুযোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *