আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ জুন: করোনার সঙ্কটময় পরিস্থিতিতে রক্তের প্রয়োজনীয়তা অনুভব করে ২৩৪ শালবনি বিধানসভার চন্দ্রকোনা রোড পূর্ব মন্ডলের অন্তর্গত ৩নং অঞ্চলের ঘাটমুরা গ্রামে আজ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।
উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম লোকসভার সংসদ কুনার হেমব্রম, পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি মাননীয় শমিত কুমার দাশ, জেলার সাধারণ সম্পাদক রাজীব কুণ্ডু, জেলার সহ-সভাপতি মদন রুইদাস, পূর্ব মন্ডলের সভাপতি শুকদেব মন্ডল, ২ জন সাধারণ সম্পাদক সুনীল মান্ডি ও বাচ্চু দুয়ারী এবং প্রাক্তন মন্ডল সভাপতি দেবব্রত ঘটক, স্বেচ্ছায় রক্তদাতাগণ এবং জেলা ও মন্ডলের অন্যান্য নেতৃত্ব বৃন্দ।