জে মাহাতো, মেদিনীপুর, ৯ জানুয়ারি: রক্তদান, জীবনদান। এক ফোঁটা রক্ত একটি মুমুর্ষ রোগীর জীবন বাঁচাতে সাহায্য করে। এজন্য আজ শনিবার সকালে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির মেদিনীপুর শহর শাখার পক্ষ থেকে শহরের পাটনা বাজার এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে ৫০ জন রক্তদাতা রক্তদান করেন বলে সংগঠনের উদ্যোক্তারা জানিয়েছেনl আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশ্বনাথ পান্ডব, গোপাল চন্দ্র নাগ, আনন্দ গোপাল মাইতি, রবিশংকর ভট্টাচার্য্য, জীতেন্দ্র নাথ দাস, কালিদাস কর্মকার, রঞ্জিত নন্দী সহ মেদিনীপুর শহরের বিশিষ্ট ব্যক্তিরা।