আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ জুন: জেলার হাসপাতালগুলিতে রক্তের চাহিদা পূরণে এগিয়ে এল তৃণমূল যুব কংগ্রেসের নেতা ও কর্মী সমর্থকরা। মঙ্গলবার চন্দ্রোকনা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সেখানকার দলীয় কার্যালয়ে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং কুড়ি জন শারীরিক প্রতিবন্ধী মানুষকে ত্রাণ বিলি করা হয়। এদিনের রক্তদান শিবিরে ১২জন জন মহিলা সহ মোট পঞ্চাশ জন রক্ত দান করেন। শিবিরের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক ছায়া দোলুই। উপস্থিত ছিলেন দলীয় নেতৃত্ব নির্মাল্য চক্রবর্তী, সৌরভ চক্রবর্তী, সুদীপ কুশরী ও প্রসেনজিৎ ঘোষ।