
আমাদের ভারত, মেদিনীপুর, ১ মার্চ: সোমবার ডেবরা গ্রামীন উৎসব কমিটির ব্যবস্থাপনায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করে পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ গিরিশ চন্দ্র বেরা জানান, সামনে গরম কাল, জেলার হাসপাতালগুলিতে যাতে রক্তের ঘাটতি না হয় সে জন্য বিভিন্ন অনুষ্ঠানে রক্তদান শিবিরের কর্মসূচি নেওয়া
হয়েছে। কেউ কালোবাজারি করে যাতে রক্ত বিক্রি করতে না-পারে সেজন্যই এই কর্মসূচি। এদিনের রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদান করেন।
উৎসব কমিটির সভাপতি শীতেশ ধাড়া জানান, এই গ্ৰামীন উৎসব শুধু বিকিকিনি বা সাংস্কৃতিক অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকে না, কমিটির সদস্যদের সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত থাকতে হয়। সে জন্যই প্রতিবছর এই রক্তদান কর্মসূচি পালন করা হয়। রক্তদাতাদের হাতে এদিন উপহার হিসেবে একটি করে চারা গাছ তুলে দিয়ে এলাকা সবুজায়ন করার বার্তা দেওয়া হয়।