জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশে ঘাটালের দেওয়ান চক ১ অঞ্চলে রক্তদান ও কোভিড টেস্ট

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশে দেওয়ানচক ১ অঞ্চল অফিসে রক্তদান শিবির ও রক্তদাতাদের অ্যান্টিজেন টেস্ট করার আয়োজন করা হয়। করোনা আবহে মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনের কথা ভেবে ঘাটাল ব্লকের বিভিন্ন অঞ্চলে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। ঘাটাল মহাকুমা হাসপাতালে রক্তের সঙ্কট তৈরি হয়েছে। করোনা আতঙ্কে এবং মাঝে মাঝেই লকডাউনের ফলে এই সঙ্কট আরও তীব্র হয়েছে। আজ ঘাটাল ব্লকের ৭ নম্বর অঞ্চলের অঞ্চল অফিসে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

আজকের এই রক্তদান শিবিরে ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই ছাড়াও উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি দিলীপ মাজি, যুগ্ম সমষ্টি উন্নয়ন অাধিকারিক সুমন্ত সাহা, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মন্ডল, দেওয়ানচক ১ অঞ্চলের প্রধান আসমিনা বিবি, উপপ্রধান তরুণ সামন্ত, ইয়াসিন আলী, আতিয়ার রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *