
অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১২ মার্চ: রক্তদান করার অর্থ রক্ত দিয়ে শুধু মানুষের জীবন বাঁচানো এটা নয়। রক্তদানের ফলে লিভারের অনেক সমস্যার সমাধান হয় বলে জানালেন ঝাড়গাম জেলা নিগোড়িয়ার ১৬৯ সিআরপিএফ ব্যটেলিয়ানের দ্বিতীয় কমানডেন্ট আধিকারিক শ্যামসুন্দর যাদব।
সিআরপিএফের ৮১ তম স্থাপন দিবস উপলক্ষে
ডিইএইচ /১৬৯ ব্যাটালিয়ন সিআরপিএফের তরফ থেকে এদিন ঝাড়গাম জেলা নিগোড়িয়াতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজ এই রক্তদান শিবিরের ৯০ জন জওয়ান রক্তদান করেন। রক্তদান শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বিতীয় কমানডেন্ট আধিকারিক শ্যামসুন্দর যাদব। এছাড়াও উপস্থিত ছিলেন বীরেশ্বর সাহা (ডিসি), সহ ব্যটেলিয়ানে সমস্ত সদস্য।
এই রক্তদান শিবিরে দ্বিতীয় কমানডেন্ট আধিকারিক শ্যামসুন্দর যাদব বক্তব্য রাখতে গিয়ে বলেন, রক্তদান করার অর্থ হল রক্ত দিয়ে শুধুই লোকের জীবন বাঁচানো এটা নয়। রক্তদানের ফলে লিভারের অনেক সমস্যার সমাধান হয়। শরীরের আয়রনের পরিমাণ বেশি হলে লিভারের চাপ বাড়ে। রক্তদান করলে শরীরের আয়রনের মাত্রা সঠিক পরিমাণে থাকে। এদিন ঝাড়গ্রাম জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবির হয়।