
আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ মার্চ: গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে রবিবার কেশিয়াড়ি ব্লকের বহনাতে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। মেদিনীপুর ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির ব্যাবস্থাপনায় নয়াগ্রাম মাল্টি সুপার হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় এদিন এলাকার প্রায় ৩০ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান জীবন দান এই স্লোগানকে সামনে রেখে একফোঁটা রক্তের বিনিময়ে মুমূর্ষু রোগীকে মৃত্যুর হাত থেকে বাঁচতে এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তরা। এছাড়াও পশ্চিমবঙ্গে রক্তের অভাবে কোনও মানুষের যাতে মৃত্যু না ঘটে ও ব্লাড ব্যাঙ্কগুলোতে যাতে রক্তের অভাব না হয় তার জন্য এই শিবিরের আয়োজন।
এদিনের এই শিবিরে পুরুষদের পাশাপাশি বাড়ির মহিলারা এগিয়ে এসে রক্তদান করেন। এই সংস্থা দীর্ঘ ২০ বছর ধরে এই রক্তদান শিবিরের আয়োজন করে আসছে। এছাড়াও বিভিন্ন সময় আরও নানা সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত থাকে এই ক্লাব। এদিনের এই উদ্যোগে খুশি এলাকার সমস্ত মানুষও। উপস্থিত ছিলেন এই সংস্থার সভাপতি ভূপেন আইচ, সম্পাদক তন্ময় সরেন সহ সংগঠনের সদস্যরা।