
জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ জুলাই:
পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস কমিটির নির্দেশমতো মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেস কমিটি এবং ১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বৃহস্পতিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় মেদিনীপুর শহরের মিরবাজার চকের অর্জুন লজ। আয়োজিত এদিনের রক্তদান শিবিরে মোট ১০০ জন রক্ত দান করেন।
উপস্থিত ছিলেন তিন বিধায়ক দিনেন রায়, প্রদ্যুৎ ঘোষ, আশীষ চক্রবর্তি। এছাড়াও ছিলেন প্রণব বসু, নির্মাল্য চক্রবর্তী, সুকুমার পড়িয়া, প্রসেনজিৎ চক্রবর্তী, সৌরভ বসু ও জয় হাজরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সত্যেন বর্ধন।