জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জুলাই: পশ্চিম মেদিনীপুর জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের চাহিদা পূরণ করার লক্ষ্যে মেদিনীপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডে রবিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রাক্তন কাউন্সিলর টোটোন শাসপিল্লির উদ্যোগে এদিনের রক্তদান শিবিরে ৫০ জন রক্তদাতা রক্ত দিয়েছেন বলে জানাগেছে।
শিবিরে উপস্থিত ছিলেন, মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, প্রণব বসু, বিশ্বনাথ পাণ্ডব, সুজয় হাজরা, প্রসেনজিৎ চক্রবর্তী, প্রদ্যুৎ ঘোষ, দিনেন রায় সহ সুকুমার পইরা, নির্মাল্য চক্রবর্তী ও বান্টি রাউৎ।
বিধায়ক মৃগেন মাইতি প্রদ্যুৎ ঘোষ এবং রক্তদান শিবিরের উদ্যোক্তা টোটন সাস পিল্লি সহ উপস্থিত সকলেই সমস্ত রক্তদাতাদের কৃতজ্ঞতা জানিয়েছেন।