
আমাদের ভারত, মেদিনীপুর, ২ জুন: হাসপাতালগুলিতে গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে মঙ্গলবার ট্যাবাগেড়িয়া মানব কল্যাণ সংঘের পরিচালনায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিনের রক্তদান শিবিরে ১৭ জন মহিলা সহ মোট ৫০ জন রক্ত দান করেন। রক্তদান শিবিরের পাশাপাশি সেখানে থ্যালাসেমিয়া বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
রক্তদান শিবির এবং আলোচনা সভায় উপস্থিত ছিলেন সরিষাখোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহানারা বিবি, উপ প্রধান দিলীপ সিংহ, পঞ্চায়েত সমিতির সদস্য সেক হারুন অল রশিদ। পশ্চিম মেদিনীপুর জেলার ভালেন্টিয়ার্স ব্লাড ডোনার ফোরামের চেয়ারম্যান অসীম ধর প্রমূখ।