
আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ মে: গ্রীষ্মকালীন রক্তের সঙ্কট মেটাতে এগিয়ে এল বিজেপির শিক্ষক সংগঠন। সংগঠনের পক্ষ থেকে রবিবার মেদিনীপুরের দলীয় কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে ৭০ জন রক্ত দান করেন। কর্মসূচির উদ্বোধন করেন বিজেপির জেলা সভাপতি শমিত দাশ। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শঙ্কর গুছাইত ও তপন ভুঁইঞা, সংগঠনের জেলা কনভেনার সোমনাথ দে, মেদিনীপুর শহরের দুই মন্ডল সভাপতি সুব্রত খাঁড়া ও দেবাশীষ দাস এছাড়াও জেলা ও মন্ডলের একাধিক নেতৃত্ব।