গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১০ জুলাই: তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শুক্রবার মায়াপুর ১নং অঞ্চলে মুথাডাঙ্গা বেসিক স্কুলে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির।শিবিরের উপস্থিত ছিলেন হুগলী জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি দিলীপ যাদব,শান্তনু ব্যানার্জি, যুবনেতা পলাশ রায় ও রাজেশ চৌধুরী সহ আরো ওঅনেকে। এদিন মোট ৫৪ জন ব্যক্তি রক্ত দিলেন। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন তৃণমূলের হুগলী জেলার কার্যকরী সভাপতি দিলীপ যাদব ও শান্তনু ব্যানার্জি। এই রক্তদান প্রায় ৩০০ সমর্থক শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তৃণমূলের কর্মী সমর্থকরা ছাড়াও এই রক্তদান শিবিরকে ঘিরে স্থানীয় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।