মৌচাকের প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির

জে মাহাতো, মেদিনীপুর, আগস্ট: রক্তদান শিবিরের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করল মৌচাক সেবাশ্রম।পাঁশকুড়া থানার অন্তর্গত মাইসরা গ্রাম পঞ্চায়েতের মাংলই গ্রামে মৌচাক সেবাশ্রম তাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছরের মত এবারও এক রক্ত দান শিবিরের আয়োজন করে।
রক্তের চাহিদা এখন চরমে, সারা রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সঞ্চয় প্রায় শূন্যের কাছাকাছি। এই পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল মৌচাক সেবাশ্রম। তাদের উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল রক্তদান উৎসব। এবারের শিবিরে প্রবল বৃষ্টির মধ্যেও ৬৫ জন রক্ত দেন। মৌচাক সেবাশ্রমের সর্বময় কর্তা তথা শ্যামসুন্দরপুর পাটনা উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক মৃনাল সুন্দর পাত্র জানালেন, প্রতিবছর এই দিনটির জন্য এলাকার মানুষজন ও সদস্য-সদস্যারা অপেক্ষা করে থাকেন রক্তদানের জন্য। আজ প্রবল বৃষ্টি উপেক্ষা করে ৬৫ জনের রক্তই সংগ্রহকারী প্রতিষ্ঠান নিতে পেরেছে। এদিন আরো ১৫ জন দাতা রক্ত দিতে না পেরে ফিরে গেছেন। তাঁদের ইচ্ছা আছে খুব শীঘ্রই আর একটা রক্ত দান শিবিরে আয়োজন করার এবং সেখানে টার্গেট ১২৫-১৫০জন দাতার রক্তদানের ব্যবস্থা করা। এদিনের রক্তদাতাদের মধ্যে ২০ জন মহিলা ও ৪৫ জন পুরুষ রক্ত দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *